ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মুজিববর্ষ উপলক্ষ্যে রাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৪৪, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ২০:৪৫, ১৬ জুলাই ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি চারারোপন কর্মসূচী অংশ হিসেবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষের চারারোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন”।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মহোদয়।
 
বনবিভাগ থেকে পর্যায়ক্রমে প্রায় তিন হাজার ফলজ, বনজ ও ওষধি বৃক্ষের চারা প্রদান করা হবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোপণ করা হবে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি