ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পরিবহন সংকট নিরসনে হাবিপ্রবিতে নতুন দুই বাস

হাবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:০৭, ২৮ জুলাই ২০২০

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পরিবহন সংকট নিরসনের লক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন শাখায় যুক্ত হয়েছে দুটি নতুন বাস। যা শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হাবিপ্রবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মফিজউল ইসলাম।  

তিনি বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞাতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম স্যারের প্রতি। তিনি আন্তরিকভাবে শিক্ষার্থীদের সকল সমস্যা নিরসনের লক্ষে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসাবে গত তিন বছরে প্রায় ১৫টি যানবাহন যুক্ত হয়েছে পরিবহন শাখায়। উক্ত বাস দুটি ৫২ আসন বিশিষ্ট জাপানি ইসুজু কোম্পানির। বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রামে ফিরলে বাস দুটির পাশাপাশি দুটি মাইক্রোও উদ্বোধন করা হবে।’

মফিজউল ইসলাম বলেন,‘শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ হলো বিআরটিসির কিছু অতিরিক্ত ট্রিপ যুক্ত হবে করোনা পরবর্তি সময়ে। পাশাপাশি দশমাইল পর্যন্ত রুট বৃদ্ধি করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আশা করছি করোনা পরবর্তি সময়ে অতি দ্রুততার সাথে সকল উদ্যোগ আলোর মুখ দেখবে।’

এদিকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালামত রাব্বানী মিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই নতুন বাস  যুক্ত করায়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, হাবিপ্রবির বাসগুলো যদি ঠাঁকুরগাঁও পর্যন্ত নিয়মিতভাবে বা সপ্তাহে একদিন যাতায়েত করে তবে হাবিপ্রবিতে অধ্যয়নরত নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী এর মাধ্যমে  উপকৃত হবে।’

প্রসঙ্গত, গত ১৯ মার্চ বিআরসিটি কর্তৃপক্ষের সাথে হাবিপ্রবির পরিবহন শাখার মধ্যকার একটি চুক্তি হওয়ার কথা থাকলেও গত ১৭ মার্চ থেকে করোনায় সংকটাবস্থায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলে বিষয়টি থেমে যায়।  অবশেষে তার জট খুলল। 

এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি