ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি, শিক্ষার্থীসহ ৭ জন গ্রেফতার

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:১৯, ১৫ আগস্ট ২০২০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে শুক্রবার দিবাগত রাতে এবং দুজনকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরির সঙ্গে সরাসরি জড়িত বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষার্থীও রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- বশেমুরবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেরি গোপীনাথপুর গ্রামের বিল্লাল শরীফের ছেলে মাসরুল ইসলাম পনি শরীফ (২৩), হোটেল ক্রিস্টাল ইন-এর ম্যানেজার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ইদ্রাকচরের মৃত সেলিম মিয়ার ছেলে মো: দুলাল মিয়া (৪৫), হোটেল ক্রিস্টাল ইন-এর হোটেলবয় ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার চোরখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মো: হুমায়ুন কবির (২৪), গোপালগঞ্জের বরফা শেখ পাড়া গ্রামের আবুল হোসেন শেখ-এর ছেলে আ: রহমান সৌরভ শেখ (১৯), বরফা মধ্যপাড়ার আইয়ুব শেখ-এর ছেলে রহমান ওরফে শান্ত ওরফে কাকন (১৯), কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন (১৯) ও মাদারীপুরের রাজৈর-এর সালাম হাওলাদারের ছেলে নাজমুল হাসান (১৯)। 

চুরির ঘটনার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মিজান জানান, দুলাল এবং হুমায়ুন কবির ব্যতিত বাকি পাঁচজনকে শুক্রবার দিবাগত রাতে আটক করা হয়েছে এবং তারা সকলেই চুরির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। 

তিনি আরো জানান, এ ঘটনার মাস্টার মাইন্ড হোটেল ক্রিস্টাল ইনের তিনজন মালিকের একজন যুবলীগ নেতা পলাশ শরীফ বর্তমানে পলাতক রয়েছেন। খুব শিঘ্রই আমরা তাকেও আইনের আওতায় আনতে সক্ষম হবো। 

এদিকে চুরির সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রের জড়িত থাকার বিষয়ে মন্তব্য করতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  উপাচার্য ড. মোঃ শাহজান। তিনি বলেন, আমাদের কাছে জড়িত থাকার বিষয়ের এখনো কোন লিখিত ডকুমেন্ট আসেনি, আসার পর সব কিছু বিবেচনা করে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তিনি আরোও বলেন, আমাদের কাজ অব্যাহত রয়েছে, সময় মতো সবকিছু প্রকাশ করা হবে।  

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। তন্মধ্যে গত ১৩ আগস্ট রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটারসহ দু'জনকে আটক করে  বনানী থানা পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি