ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নানা আয়োজনে শাবিপ্রবি`র সাবেক ছাত্রলীগের ১৫ আগস্ট পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ১৬ আগস্ট ২০২০

ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। শাবিপ্রবি সাবেক ছাত্রলীগের ব্যানারে শনিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। 

এদিকে শাবিপ্রবি'র সাবেক নেতাকর্মীরা আজ বিকেলে সিলেটে বিশ্ববিদ্যালটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন দোয়া মাহফিল ও মাহফিল পরবর্তী ২০০ জনের মাঝে খাবার বিতরণ করে। 

পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোসলেউদ্দিন খুশবু এক প্রতিক্রিয়ায় বলেন, এই করোনা মহামারীর মাঝেও বঙ্গবন্ধুকন্যা, শেখ হাসিনা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের খুনী আবদুল মাজেদকে দেশে ফিরিয়ে আনা বিচারের রায় বাস্তবায়ন করেছেন। বর্তমানে খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে বলে জানা গেছে। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের জন্য জোর দাবি জানাই। তাহলেই ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মা শান্তি পাবে। 

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মুসলেউদ্দিন খুশবু, জাকির হোসেন, সঞ্জিত বণিক, হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, রাশেদ রাফিউদ্দিন, আখতারুজ্জামাান চৌধুরী রিন্টু, মাসুম বিল্লাহ চৌধুরী, গোলাম কবির, নিশি মোহন নাথ, আবু সুফিয়ান, শামীম আহমেদ, মোঃ আবু নাছের, সঞ্জয় সরকার, আবুল কাশেম, মাহবুবুর রহমান, মলয় সরকার, কামরুজ্জামান সুইট, সাইদুর রহমান মিঠু, শাহাদাত হোসেন শিশির, উত্তম চৌধুরী, শাহনাজ ইভা প্রমুখ ঢাকা ও সিলেটের  আয়োজন দুটিতে অংশগ্রহণ করে। 
কে আই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি