ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি জয়নুল সম্পাদক সাইদুল

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২০-২১ কার্য-বর্ষের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয়নুল হককে সভাপতি ও এ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদের নির্দেশনা অনুযায়ী এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি- নাকিবুল আহসান নিশাদ, সাংগঠনিক সম্পাদক- মো. ইমরান হুসাইন,অর্থ সম্পাদক- ফজলে রাব্বি ফরহাদ, দপ্তর সম্পাদক- আব্দুল্লাহ আলম নুর, উপ-দপ্তর সম্পাদক মেহেরাবুল আলম সৌদিপ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুজাহিদ বিল্লাহ, সাহিত্য ও প্রচার বিষয়ক সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি