ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কু্বি শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফ

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:০৪, ১৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শহর এলাকায় থাকা শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোধববার (১৯ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মেস মালিক, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল ১১ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাস্পাস ও কোর্টবাড়ি এলাকায় থাকা শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেসভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সূত্রে জানা যায়, এপ্রিল মাস থেকে করোনাকালীন সময় বা বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত শহর এলাকার মেসগুলোতে ৪০ শতাংশ ভাড়া মওকুফ করতে সম্মত হয়েছেন মেস ও বাসার মালিকরা। যেসব শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিয়েছেন তাদের আগামী মাসগুলোর সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। গ্যাস বিল, পানির বিলও মওকুফের আওতাভুক্ত থাকবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, কুমিল্লা জেলা প্রশাসন ও মেস ও বাসার মালিকদের সাথে আলোচনা করে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত হয়েছে। 

ওই সভায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. আবু তাহের, প্রক্টর ড,কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট মোঃ সাদেকুজ্জামান,শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি