ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নর্দান বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’ ওয়েবনিয়ার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৪৮, ২৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তর্জাতিক ওয়েবনিয়ার ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান বহুমাত্রিক লেখক ও সহযোগী অধ্যাপক ড. রকিবুল হাসান। 

সম্মানিত প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক ও পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার বিশিষ্ট কবি ও গল্পকার বন্যা ব্যানার্জী। 

উপস্থাপনা করেন বাংলা টিভির সংবাদ উপস্থাপক ও নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও মডেল শাকিল আহমাদ রুমী। 

অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক কবি অধ্যাপক শাফিক আফতাব, সাংবাদিক ও শিশুসাহিত্যিক ড. জ্যোৎস্নালিপি, গবেষক ইসরাফিল হোসেন, বাংলা বিভাগের শিক্ষক শারমিন সুলতানা তন্বী, গবেষক মাসুদ রানা এবং পশ্চিমবঙ্গের নদীয়ার বিভিন্ন কবি-সাহিত্যিক। এছাড়া বাংলা বিভাগের শিক্ষার্থীরা ওয়েবনিয়ারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন নিয়ে মূল আলোচনা করেন প্রধান অতিথি ড. এম. আব্দুল আলীম। তিনি বঙ্গবন্ধুর ছাত্র আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার যে অবিস্মরণীয় ভূমিকা তা তুলে ধরেন। কিভাবে তিনি ‘বঙ্গবন্ধু’ হয়ে উঠলেন, তা সবিস্তারে বর্ণনা করেন। 

তিনি প্রসঙ্গিকতায়, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে অসামান্য অবদান জেলায় জেলায় তিনি ছুটে গেছেন বক্তৃতা করেছেন জনমত সৃষ্টি করেছেন, কারাবন্দি হয়েছেন বিস্তারিত বর্ণনা করেন। 

ভাষা আন্দোলনে অন্য আরো যারা ওতোপ্রতোভাবে সক্রিয়ভাবে দৃঢ়তায় যুক্ত ছিলেন, তাও তিনি তুলে ধরেন। 

পশ্চিমবঙ্গের কবি-গল্পকার বন্যা ব্যানার্জী প্রথমেই শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি গভীর শোকার্ত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং নিবেদন করে কবিতাপাঠ করেন। এরপর কথা আর কবিতায় তিনি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মুগ্ধতায় ভরিয়ে তোলেন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি