ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রাবি ক্যারিয়ার ক্লাবের নতুন দায়িত্বে অপু- জাকির

রাবি সংবাদদাতা:

প্রকাশিত : ২০:০৭, ২৯ আগস্ট ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চার্লস অপু ফোলিয়াকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো: জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার রাবি ক্যারিয়ার ক্লাবের নির্বাচন কমিশন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এর আগে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) প্রথমবারের মত অনলাইনে ভোটিং এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অষ্টম কমিটি নির্বাচিত হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: রাজিব মজুমদার সহ-সভাপতি, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী জাফর ইকবাল,  হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বপ্না আক্তার এবং অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: খালেদ হাসান কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: তৃশাণ খান এবং ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো: সাব্বির হোসেন কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

২৮ আগস্ট ক্যারিয়ার ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আব্দুল্লাহ আল মামুন এবং সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন তাওহীদ বিন হাসান। এবারই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ভোটের পাশাপাশি অ্যাসেসমেন্ট এর মাধ্যমে নির্বাচিত হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি