ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের যোগদান

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:৫৫, ৬ সেপ্টেম্বর ২০২০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব যোগদান করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করেন। 

পরবর্তীতে উপাচার্য দুপুর ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ও দোয়া পাঠ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য বিদায়ী উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো: শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন শেখ আশিকুর রহমান প্রিন্স, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: নূরউদ্দিন আহমদ, প্রক্টর ড. মো: রাজিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: এস.এম. এস্কান্দার আলী, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে তিনি জাতির পিতার সমাধীসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযাগিতা কামনা করেন।

এছাড়া, বাদ যোহর উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি