ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবির ১৫৮ কোটি টাকার বাজেট পাস 

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:১৫, ৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

২০২০-২১ অর্থ বছরের জন্য প্রায় ১৫৮ কোটি টাকার বাজেট পাস করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২৫ কোটি ২৮ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থ বছরের ১৫৭ কোটি ৮০ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস হয়েছে। যেখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ ১২০ কোটি ১৫ লাখ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৮ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি ২২ কোটি ৬৫ লাখ টাকা। ঘাটতি অর্থ ইউজিসির নিকট সম্পূরক বাজেট প্রস্তাব চাওয়া হবে।

ব্যয়ের খাত ধরা হয়েছে, শিক্ষার্থীদের সহায়তার জন্য (দুপুরের খাবার প্রদানসহ) ১ কোটি টাকা, ছাত্র-ছাত্রীদের বৃত্তির জন্য ২ কোটি ৫০ লাখ টাকা (যা বিগত বছরের ১০ গুণ বেশি), বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে পিসিআর ল্যাব স্থাপন বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা, জিনোম ল্যাব স্থাপন বাবদ ১ কোটি ৫০ লাখ টাকা, চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্র ব্যয় বাবদ ৩০ লাখ (যা বিগত বছরের দশগুণ বেশি), রোগ নির্ণায়ক যন্ত্রপাতি ও ল্যাবরেটরি স্থাপন বাবদ ২ কোটি টাকা।

এছাড়া গবেষণা খাতে ২ কোটি টাকা, শিক্ষা উপকরণ ও যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি ৭ লক্ষ টাকা, যানবাহন খাতে ৭ কোটি ৯৯ লাখ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি