ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৮ম শ্রেণির শিক্ষার্থীদের ৯ম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চলমান মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি-জেডিসি ও সমমানের পরীক্ষা। এমতাবস্থায় নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশ দেয়া হয়েছে।

গত সোমবার স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি নির্দেশনা আজ মঙ্গলবার জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এর পরের দিন ২ সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়- নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।

অন্যদিকে করোনার কারণে যদি স্কুল খোলা না যায় তাহলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশের সার্টিফিকেট দিয়ে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে বলেই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি