ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শতভাগ প্রমোশন চালু করাসহ শিক্ষকদের আর্থিক মর্যাদা রক্ষার দাবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৫ মে ২০১৭ | আপডেট: ১৮:২৫, ৫ মে ২০১৭

যোগ্যতা অনুযায়ী শতভাগ প্রমোশন চালু করাসহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আর্থিক মর্যাদা রক্ষার দাবী জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট।
ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, সরাদেশে প্রায় ৩ লাক্ষ ৫০ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক পেশাগত দায়িত্ব পালন করছে। কিন্তু সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিশ্চয়তা সঠিকভাবে হচ্ছে না। তারা বলেন, বেতন বৈষম্য বিঘিœত করছে ছাত্র ছাত্রীদের সঠিক পাঠদানে। খুব শীঘ্রই সহকারী শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে দেয়া এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে পদন্নতির দাবী জানান তারা। একইসাথে আগামী ৩০মের মধ্যে তাদের সকল দাবী মেনে নেয়া না হলে কঠোর কমুসুচী দেয়ার কথা জানান প্রাথমিক সহকারী শিক্ষকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি