ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল আলোচনা

ববি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:০১, ২৬ সেপ্টেম্বর ২০২০

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আয়োজনে আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে এক ভার্চুয়াল আলাচনা সভার আয়োজন করা হয়েছে। 

ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। বিশেষ অতিথি  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হাসান। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধানগণ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকবেন। উক্ত আলাচনা সভাটি ফেইসবুকে লাইভের মাধ্যম সকলের জন্য সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি