ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচী

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। নানা আয়োজনে দেশে পালিত হচ্ছে এই দিনটি । জননেত্রীর জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। 

সোমবার বেলা ১১টায় এই বৃক্ষরোপণ কর্মসূচীর ফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান। 

ফলক উন্মোচন শেষে  প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)এম. এ বারী, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)প্রফেসর লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান সহ আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষগণ। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি