ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এইচএসসি পরীক্ষার তারিখ জানা যাবে আগামী সপ্তাহে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চলমান করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে তা আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ জানা যাবে। আজ বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চূয়াল এক মতবিনিময় সভায় এমনটি জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘আমি আশা করছি আগামী সপ্তাহে সুনির্দষ্টভাবে পরিপূর্ণ পরিকল্পনা (এইচএসসি) তারিখসহ ঘোষণা করতে পারব। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’ তবে পরীক্ষা শুরু করার আগে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেওয়া হবে বলেও জানান দীপু মনি। 
 
এদিকে মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েক দফায় এ ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। তবে সে ছুটিও বাড়ানো হবে বলে আভাষ দিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার এ ছুটির বিষয়ে ঘোষণা আসবে বলে উল্লেখ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি