ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চবিতে মেস ভাড়া সংকট নিরসন ও ৩দফা দাবিতে মানববন্ধন

চবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫৬, ১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৫৮, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাসা-মেস ও কটেজের ভাড়ার সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সোয়া ১১টায় প্রশাসনিক ভবনের (এ আর মল্লিক ভবন) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (চবি সংসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (চবি শাখা), পাহাড়ি ছাত্র পরিষদ।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতু, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নিলয়, পিসিপির (জেএসএস) সাংগঠনিক সম্পাদক রুমেন চাকমা, পিসিপির (ইউপিডিএফ) তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক রোনাল চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চবি শাখার ঋজু লক্ষ্মী অবরোধ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাসের দরুণ পুরো বিশ্বে এক ধরনের অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাব পড়েছে যথারীতি শিক্ষার্থীদের উপরও। '৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হলেও এর আবাসন সংকট এখনো তুঙ্গে। এই করোনার সময়ে বাসা-মেস-কটেজ ভাড়া নিয়ে দীর্ঘ ৬ মাস ধরে তীব্র সংকটের মুখোমুখি হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীরা।

মানববন্ধনে নিম্নোক্ত তিন দফা দাবি উত্থাপন করেন-
১. বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা যারা করোনাকালীন মেস-কটেজ-বাসা ভাড়া পরিশোধ করতে অপারগ তাদের তালিকা তৈরি করে আর্থিক সংকট নিরসনের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। 

২. মেস-কটেজ-বাসা ভাড়া সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে আগামী দশ কার্যদিবসের মধ্যেই টাস্কফোর্স গঠন করতে হবে।

৩. বন্ধ ক্যাম্পাসে মেস-কটেজসমূহে সাম্প্রতিক চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে মিছিল সহকারে প্রক্টর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি