ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা কলেজ প্রতিনি‌ধি

প্রকাশিত : ২০:০১, ৩ অক্টোবর ২০২০ | আপডেট: ২০:১৩, ৩ অক্টোবর ২০২০

টাঙ্গাইল থেকে ঢাকা ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম ‌মো. র‌বিউল ইসলাম ৷ সে ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিল ৷ শনিবার দুপুর ১২ টায় ঢাকা-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ৷ 

পুলিশ জানায়, নিহত ওই মোটরসাইকেল আরোহী বেড়িবাঁধ এলাকায় এসে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ৷ পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে একটি পিকআপ ভ্যান এর মাধ্যমে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷ 

দুর্ঘটনার ওই সময়ে আশুলিয়া থানাধীন টোঙ্গাবাড়ি-২ এলাকায় ডিউটিতে ছিলেন, এএসই মঞ্জুরুল আলম ৷ জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান ৷ 

এএসআই মঞ্জুরুল বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ আমরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই ৷ মোটরসাইকেলটি উদ্ধার করে আশুলিয়া থানায় আনা হয়েছিল ৷ পরে স্বজনরা এসে মোটরসাইকেল ও লাশ নিয়ে যায়৷
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি