ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে হাবিপ্রবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

হাবিপ্রবি প্রতিনিধি: 

প্রকাশিত : ২৩:১১, ৭ অক্টোবর ২০২০

ধর্ষণ-নিপীড়নের সাথে সম্পৃক্তদের গ্রেফতার, বিচার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মোমবাতি প্রজ্বলন শেষে ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের বলেন, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা হাবিপ্রবি ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছি।

ধর্ষকদের কোনো দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আজকের এই আলোক প্রজ্বলন কর্মসূচি থেকে আমরা সেই বার্তাটি দিতে চাই।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি