ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা পরিস্থিতিতেও থেমে নেই রাবিপ্রবির উন্নয়ন

রাবিপ্রবি প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:০০, ১৯ অক্টোবর ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ)” উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ সকাল ১০ টায় নতুন ক্যান্টিন উদ্ভোধন ও মাছের পোনা অবমুক্ত করা হয়। 

জন্মশত বার্ষিকী উপলক্ষে হাতে নেয়া কর্মসূচির মাঝে দীর্ঘদিনের ক্যান্টিন সমস্যা ছিলো অন্যতম। করোনা পরিস্থিতিতে বিশ^বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের দিকে বেশ গুরুত্ব দিয়েছে প্রসাশন।  

রবিবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ভবনের শুভ উদ্বোধন সহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাপ্তাই লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় তিনি রাবিপ্ররিব নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা, প্রক্টর জুয়েল সিকদার, অন্যান্য বিভাগীয় প্রধানগন ও কর্মকর্তাবৃন্দ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি