ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অনলাইনে নয়, কেন্দ্রে হবে ঢাবি’র ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২০ অক্টোবর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। তবে প্রার্থীকে অনলাইনে নয়, কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তির তারিখ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

তিনি জানান, আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি না। শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি না হলে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলো কিংবা বড় কলেজগুলোতে পরীক্ষা নেব। এইচএসসির রেজাল্টের পর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। তবে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হত। সেটা কমিয়ে এবার পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরে। মোট ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর। বাকি ৮০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বর লিখিত।

জানা যায়, ডিনস কমিটির এই সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি