ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দূর্গাপূজা উপলক্ষে দুইদিন বন্ধ জবি

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ২১ অক্টোবর ২০২০

দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দিনের ছুটির ঘোষণা দিয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।

বুধবার ( ২১ অক্টোবর ) রেজিস্ট্রার দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে   বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত,নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, পাম্প অপারেটর-ইলেক্ট্রিশিয়ান তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করবেন এবং নিরাপত্তায় দায়িত্বরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি করবেন। 

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে এইবার ক্যাম্পাসে দুর্গাপূজার আয়োজন করা হবে না।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি