ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটির হোস্টেল ভবন নির্মাণকাজের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের থাকার জন্য আন্তর্জাতিক মানের একটি হোস্টেল ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ‘ইস্টার্ন ভিউ ডরমেটরি’ নামে ১০ তলাবিশিষ্ট এই ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
 
উদ্বোধন অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদ্য সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য লিয়াকত হোসেন মোগল এবং অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি