ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাবি’র সাবেক উপাচার্য আলতাফ হোসেন আর নেই

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:৫৩, ৫ নভেম্বর ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য, বিশিষ্ট প্রাণিবিদ্যাবিদ ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আলতাফ হোসেন আর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজা নামাজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ চাঁদলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রফেসর আলতাফ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য ছিলেন। তিনি ৫ জুন ২০০৫ থেকে ১৬মে ২০০৮ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি