ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

ক্যান্সার আক্রান্ত এইউএসটি শিক্ষার্থীর বাঁচার আকুতি

এইউএসটি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৩২, ৮ নভেম্বর ২০২০ | আপডেট: ২১:১৫, ৮ নভেম্বর ২০২০

দুরারোগ্য ‘বোর্ন ক্যান্সার’-এ আক্রান্ত মেধাবী ছাত্র রাসেল।

দুরারোগ্য ‘বোর্ন ক্যান্সার’-এ আক্রান্ত মেধাবী ছাত্র রাসেল।

ছোটবেলা থেকেই স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তিতে শত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছিল লেখাপড়া। একনিষ্ঠ চেষ্টায় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী রাসেল হোসেন হয়ে ওঠেন দারিদ্র পরিবারের আশার আলো। কিন্তু সেই আশার আলো যেন আজ নিভতে বসেছে। 

গত কয়েক মাস ধরে দুরারোগ্য ব্যাধি ‘বোর্ন ক্যান্সার’-এ আক্রান্ত তিনি। তার উন্নত চিকিৎসার জন্য চল্লিশ লাখ টাকার প্রয়োজন। অর্থাভাবে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী রাসেল এখন বিনা চিকিৎসায় নিজ বাড়িতেই মৃত্যু পথযাত্রী।

সামর্থহীন মেধাবী শিক্ষার্থী রাসেল হোসেন সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠাতে চাইলে:  
017248037884 (রকেট, পার্সোনাল),
01984547542 (বিকাশ,পার্সোনাল),
01984547542 (নগদ, পার্সোনাল)।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি