ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজে ফ্রি ডায়াবেটিস টেস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৭:৩৭, ১৫ নভেম্বর ২০২০

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে ১৪ নভেম্বর রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের উদ্যোগে ঢাকা কমার্স কলেজের সম্মুখে ৭ম ফ্রি ডায়াবেটিস টেস্ট, ৮ম ফ্রি ব্লাড গ্রুপিং ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এই কর্মসূচি উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ এবং রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার রনজিত কুমার পাল। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর অধ্যাপক এস এম আলী আজম। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব ঢাকা গ্রান্ডের প্রাক্তন সভাপতি একেএম আহসানুর রহমান মল্লিক রনি, রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের সচিব সামিরা হোসেন মিলি, ক্লাবের ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি হাসান আল মামুন, প্রাক্তন সভাপতি মো. নাহিদ মুন্সি, প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ, সদ্য প্রাক্তন সভাপতি মো. নাবির হোসেন, সভাপতি মো. তরিকুল ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটান রাজশাহীর সভাপতি লুৎফর রহমান লিখন, রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভ. কলেজের সভাপতি শাহনাজ পারভীন, রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর সেন্ট্রালের সভাপতি মো. আব্দুল আহাদ, রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সভাপতি মেহেদি রাহাত মাসুম, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা ফোর্টের সভাপতি আসিফ আহমেদ আপন, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সভাপতি মোস্তাফিজুর রহমান সানি, রোটার‌্যাক্ট ক্লাব অব দিলকুশার সভাপতি পার্থ সারথি দাস, রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের নির্বাচিত সভাপতি শেখ আহাসানুর রহমান জিম, সহ-সভাপতি মো. আলী কদর, সচিব মাহির শাহরিয়ার পূণ্য, সম্পাদক সাজিদ ইসলাম, সমাজ সেবা পরিচালক আদিবা আজম মাটি, পেশা উন্নয়ন সেবা পরিচালক আয়েশা ইসলাম, আন্তর্জাতিক সেবা পরিচালক নিয়ন্তা মাহজাবিন, সদস্য প্রত্যয় বিশ্বাস, রজনীগন্ধা সরকার প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি