ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির ঘটনায় ট্রাকচালক আটক

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৩, ১৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় কম্পিউটার পরিবহনকারী ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের ইমরান নামের ওই ট্রাক ড্রাইভারকে  আটক করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,"যে ট্রাকে করে কম্পিউটারগুলো ঢাকায় নেয়া হয়েছিলো তাকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আমরা এখনি কোন তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করতে পারছি না।"

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। চুরিকৃত ৩৪টি কম্পিউটার রাজধানীর ক্রিস্টাল ইন হোটেল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত মামলায় এর আগে ঢাকা ও গোপালগঞ্জ এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রাকচালকসহ এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি