ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ড্যাফোডিল ইউনিভার্সিটির ওমেন এন্টারপ্রেনারশীপ কংগ্রেস শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ১৮ নভেম্বর ২০২০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী ওমেন এন্ট্রাপ্রেনিউরশীপ কংগ্রেসঅঅজ শুরু হচ্ছে। গ্লোবাল এন্টারপ্রেনারশীপ ইউক বাংলাদেশ এবং ফিমেল ইনোভেশন হাব এর সহযোগিতায় ভার্চুয়ালি আয়োজিত এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য “উদ্যোক্তাবৃত্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন”।  

৬টি মহাদেশের ৬৫ জন বক্তা বিভিন্ন সেশনে তাদের উপস্থাপনা তুলে ধরবেন। পৃথিবীর ১৩০টি দেশ থেকে ১০ হাজারেরও বেশী অংশগ্রহণকারী এবারের কংগ্রেসে যোগ দিচ্ছেন। 

তিনদিন ব্যাপী এ কংগ্রেসে অংশগ্রহণকারীরা পরস্পরের সাথে নেটওয়ার্ক সৃষ্টি দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান বৃদ্ধির সুযোগ পাবে। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারের টিকে থাকার লড়াইয়ের উপযুক্ত হিসেবে নিজেদেরও তৈরী করার সুযোগ পাবে।  

তিনদিন ব্যাপী এ কংগ্রেসের আজ ১৯ নভেম্বর দুপুর ১২টায় উদ্বোধন করবেন রিপাবলিক অব মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনাহ গুরিব ফাকিম এবং ২১ নভেম্বর রাত ৯টায় সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্টার্ট আপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা। কংগ্রেসের সভাপতিত্ব করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইওনাভেমন এন্ড এন্টারপ্রেনারশীপ বিভাগের ফ্যাকাল্টি বিউটি আক্তার।

আরকে//   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি