ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

জাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি ছাত্রলীগের

জাবি সংবাদদাতা 

প্রকাশিত : ২২:১২, ১ ডিসেম্বর ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণসহ তিনদফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর এ স্মারকলিপি জমা দেন তারা।

ছাত্রলীগের বাকি দাবিগুলো হলো, অনতিবিলম্বে ভাস্কর্য নির্মানের স্থান নির্ধারন ও সাম্প্রতিক সময়ে ভাস্কর্য নিয়ে উগ্রবাদীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান সুষ্পষ্ট করা।

এর আগে দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসাইন রাজন বলেন, সম্প্রতি আমরা লক্ষ করেছি মওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ভুল তথ্য ও ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। জাবি শাখা ছাত্রলীগ মামুনুল হকের এই অপতৎপরতা তীব্র নিন্দা জানাচ্ছে। সেই সাথে তার অপতৎপরতা ও বিশৃঙ্খলার অপচেষ্টার কঠোরভাবে দমন করার হুশিয়ারিও দেন এ ছাত্রলীগ নেতা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগ সহ-সভাপতি বায়েজিদ রানা, আকলিমা আক্তার এশা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার, আকতারুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, আহমেদ আরিফ, হাবিবুর রহমান লিটন, এনামুল হক, আলম শেখ প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি