ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলের নির্মাণকাজ শুরু   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২১:০৮, ৯ ডিসেম্বর ২০২০

ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণকাজ উদ্বোধন করেছেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে এই নির্মাণকাজ উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধন উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি ও নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘ইস্টার্ন ইউনিভার্সিটির জন্য আজ সত্যিই একটি বিশেষ দিন। এই ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য
হোস্টেল হচ্ছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই হোস্টেলে প্রায় ১৫০ জন ছাত্রীর আবাসন ব্যবস্থা হবে। 

এর আগে গত ৩১ অক্টোবর ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রদের জন্য ‘ইস্টার্ন ভিউ ডরমেটরি’ নামে একটি হোস্টেলভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী চার মাসের মধ্যে ছাত্রী হোস্টেলের এবং দুই বছরের মধ্যে ছাত্রদের ডরমেটরির নির্মাণকাজ শেষ হবে বলে নির্মাতা প্রতিষ্ঠানের
পক্ষ থেকে জানানো হয়েছে। 
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি