ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবি শিক্ষার্থীদের অতিরিক্ত ফি মওকুফ 

নোবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ২১:৪৪, ১০ ডিসেম্বর ২০২০

করোনা মহামারি পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত অতিরিক্ত ফি (যাতায়াত ভাড়া, আবাসিক শিক্ষার্থীদের জন্য সিট ভাড়া ও বিদ্যুৎ বিল) মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড- ১৯ শুরু হওয়ার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত যাতায়াত ভাড়া ও আবাসিক শিক্ষার্থীদের জন্য সিট ভাড়া ও বিদ্যুৎ বিল মওকুফ করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি