ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যথাযথ মর্যাদায় জাককানইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৪ ডিসেম্বর ২০২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালন করা হয়েছে। 

সোমবার(১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধ-নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপরে ‘চির উন্নত মম শির’ও সর্বশেষ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বক্তব্যের শুরুতে বুদ্ধিজীবী দিবসে নিহত সকল শহীদদের স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যার প্রেক্ষাপটের কথা স্মরণ করে ভাইস চ্যান্সেলর বলেন, একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের বাড়ি চিনিয়ে দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। কার কোন বাড়ির ঠিকানা সবকিছু তারাই জানতো। ভাবতে পারেন কি নিষ্ঠুর, কি নির্মম, কি বর্বরভাবে হত্যা করা হয়েছে শহীদ বুদ্ধিজীবিদের! এই দেশবিরোধী শক্তি যেন আর কখনো ক্ষমতার মসনদে আসতে না পারে সেদিকে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।

মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথার স্মরণ করে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান আরও বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে একাত্তর সালের ১৬ ডিসেম্বর আমাদের চুড়ান্ত বিজয় অর্জিত হয়েছিলো। সে বিজয় দিবসের প্রাক্কালে আমি বাঙালির অহংকার, মহানায়ক জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা জানাই। গতকাল ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরষ্কার ঘোষণা করেছে। তারা বিশাল সম্মান আমাদের জাতির পিতাকে দিয়েছে। গোটা পৃথিবী থেকে একটা বিশাল স্বীকৃতি আমাদের জাতির পিতা পেয়েছে। আমরা গর্বিত।

শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতিসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতি সংগঠনও পুষ্পস্তবক অর্পন করেন। কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি জনাব মো. নজরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মোঃ সুজন আলীসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুপুরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যা সাতটায় আন্তর্জালিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কে আই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি