ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষকদের তোপের মুখে সভা বাতিল করলেন রাবি উপাচার্য!

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৪৪, ১৭ ডিসেম্বর ২০২০

শিক্ষকদের তোপের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সভা পণ্ড হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম এ বারী উপস্থিত থাকায় কমিটির শিক্ষকদের তোপেরমুখে পড়েন ভিসি এম আব্দুস সোবহান। পরে কমিটির সদস্যরা সভা বর্জনের সিদ্ধান্ত নিলে তা বন্ধ করতে বাধ্য হন উপাচার্য

এ সময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সভাপতি, সকল পরিচালক, অনুষদগুলোর ডিন ও ভর্তি কমিটির নির্বাচিত প্রতিনিধি শিক্ষকগণ।

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. এনামুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগের কারণে তাকে পদ থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরেও তিনি ভর্তি পরীক্ষার সভায় উপস্থিত থাকায় কমিটির সকল সদস্য সভা বর্জন করেছেন।’

বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল হক জানান, ‘কমিটির শিক্ষকদের দাবি ছিল রেজিস্ট্রার সভায় উপস্থিত থাকলে সভা বর্জন করা হবে, তারপরেও উনি উপস্থিত ছিলেন। এজন্য সভায় ভিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ কার্যকার করতে অথবা সভা থেকে রেজিস্ট্রারকে বের করে দেয়ার দাবি জানানো হয়। পরে ভিসি বাধ্য হয়ে সভা বন্ধ করেন এবং মন্ত্রণালয়ের আদেশ কার্যকার না করা পর্যন্ত ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল সভা বন্ধ থাকবে বলে জানিয়েছেন।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর এম আব্দুস সোবহানসহ প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)‌। ওই প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর বিরুদ্ধে তদন্ত কার্যক্রমে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। 

এরই প্রেক্ষিতে তাকে পদ থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি