পরিবহন সুবিধা পাবে না জবির অনার্স-মাস্টার্স পরিক্ষার্থীরা
প্রকাশিত : ১৮:২১, ১৭ ডিসেম্বর ২০২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরিক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে পরিবহন সুবিধা দেওয়া হবে না অনার্স-মাস্টার্স শেষ সেমিস্টারের পরিক্ষার্থীদের। দেশব্যাপী কোরোনার মহামারি কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।
আজ (১৭ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ ডিসেম্বর থেকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আবর্তন করে অনার্স ৪র্থ বর্ষের শেষ সেমিস্টার এবং মাস্টার্স শেষ সেমিস্টার পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উক্ত পরিক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের নিজ দায়িত্বে আসা যাওয়া করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পরিক্ষার্থীদের জন্য মহামারি কোরোনার কারণে পরিবহন সুবিধা দেওয়া হবে না এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরকে//
আরও পড়ুন