ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবি শিক্ষার্থীর আত্মহত্যা!

রাবি সংবাদদাতা :

প্রকাশিত : ১৭:৩১, ১৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক (পার্থ) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয় পার্থ।

দেবজ্যোতি বসাক পার্থ তার পরিবার নিয়ে পটুয়াখালী শহরেই থাকতো। তবে তার মৃত্যুর কারণটি এখনও জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পার্থর বন্ধু শুভ বলেন, আজ ভোর রাতে ৫ টার দিকে পার্থ তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে তার পরিবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াখালী সরকারী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পার্থর লাশটি মর্গে রাখা হয় এবং তার পাশেই শ্মশান সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি বখতিয়ার আহমেদ বলেন, পার্থর এভাবে চলে যাওয়া কোনো ভাবেই মেনে নিতে পারছি না। আমরা দুঃখিত, আমাদের সুযোগ হয়নি পার্থর এই আবেগী সিদ্ধান্ত বদলে দেয়ার। শিক্ষক হিসেবে এটা গ্লানির। এসময় পার্থ’র শোক-সন্তপ্ত বাবা-মা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি