ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইসমাইল জবিউল্লাহ ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৩১ ডিসেম্বর ২০২০

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। গত ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি আবুল এইচ এম শামসুজ্জামানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাভারের আশুলিয়া মডেল টাউনে ইউনিভার্সিটির বোর্ড রুমে অনুষ্ঠিত ফাউন্ডেশনের এ সভায় আর্থিক বিবরণী উপস্থাপন করেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বিদায়ী ট্রেজারার ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল খায়ের চৌধুরী। সভায় ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের বিদায়ী চেয়ারম্যান শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোঃ আজিজুল ইসলাম, প্রকৌশলী খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ ও লিয়াকত হোসেন মোগলকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং মোঃ আলী আজ্জমকে ফাউন্ডেশনের ট্রেজারার নির্বাচিত করা হয়। 

সভায় উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনসহ বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি