ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে মেহেরপুরে আনন্দ শোভযাত্রা

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৭, ৩১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা করা হয়।

বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান। এ সময় বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সকল ইউপি সদস্যসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রাপ্তিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তারা।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি