ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শীতার্ত মানুষের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ 

জবি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৭, ৭ জানুয়ারি ২০২১

‘মুজিব শতবর্ষে মানবতার পরশে, আসুন দাঁড়াই শীতার্তদের পাশে’ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রোভার স্কাউট লিডার মো. আবু লায়েক। এছাড়াও রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় দুই শতাধিক শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি