ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বেরোবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ১০ জানুয়ারি ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় গণিত বিভাগের ক্লাস রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও গণিত বিভাগের শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌছে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে শপথ নিতে হবে, নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, দেশের ইতিহাসকে  জানতে হবে। দেশকে জানতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি