অনলাইনে পরীক্ষা দিতে চান জবি শিক্ষার্থীরা
প্রকাশিত : ১৩:৩১, ১১ জানুয়ারি ২০২১
অনলাইনে মিডটার্ম পরীক্ষা দিতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছে বিভাগের প্রথম থেকে শেষ বর্ষের শ্রেণি প্রতিনিধিরা। এতে করে শিক্ষার্থীদের সেশনজট কমবে বলে আশা করছেন বিভাগের শিক্ষকরা।
শিক্ষার্থীরা জানান, ‘করোনাকালীন লকডাউনে বিভাগের শিক্ষকরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তখনকার চলমান সেমিস্টারের ক্লাস শেষ করে নতুন সেমিস্টারের সিলেবাসও শেষ হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এই পরিস্থিতে আমাদের যে মিডটার্ম পরীক্ষাগুলো অনলাইনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছিলো সেগুলো পুনরায় চালু করার জন্যে অনুরোধ করছি।’
বলা বাহুল্য, আমাদের শিক্ষকগণ আমাদের যাবতীয় সমস্যাগুলো বিবেচনায় রেখেই এই পরীক্ষার নেয়ার ব্যবস্থা করেছিলেন এবং পরীক্ষায় প্রায় শতভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করে আসছিল।
তারা আরও বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে চাই—আমাদের বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ডিভাইসের উল্লেখযোগ্য সমস্যা নেই। তাই আমরা এই অবস্থায় মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী। বিশ্ববিদ্যালয় খোলার পর এই মিডগুলো শুরু হলে আমরা আরো পিছিয়ে পড়বো এবং ফাইনাল পরীক্ষা শুরু হতেও বিলম্ব হবে। কাজেই সামগ্রিক দিক বিবেচনা করে আমাদের মিডগুলো অনলাইনে নিয়ে নেয়ার অনুমতি প্রদানে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করছি।’
এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে সবার মতামত নিয়ে আমরা মিড পরীক্ষাগুলো নেয়ার ব্যবস্থা করেছিলাম। আমরা চাচ্ছিলাম না, বছর শেষ হওয়ার পর আমাদের কোনো শিক্ষার্থী জটে পড়ে থাকুক। আমাদের শিক্ষার্থীরা আবারও আবেদন করেছে পরীক্ষা দেয়ার বিষয়ে। আমরা একাডেমিক মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করব।’
এআই//
আরও পড়ুন