ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কম্পিউটার চুরির মূলহোতা যুবলীগ নেতা পলাশ

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:১৩, ১১ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরীফ নামে আরও একজনকে আটক করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার টেকেরহাট থেকে আটক করা হয় তাকে।

আজ সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গতকাল (রোববার) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরীফকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

পলাশ শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি। চুরির ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, ২০২০ সালের ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। ১৩ আগস্ট রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়, চুরিকৃত কম্পিউটারের মধ্যে ১৫টির হদিস মেলেনি এখনও।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি