ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

জাককানইবিতে রিসার্চ জার্নাল অব ফোকলোরের উদ্বোধন

জাককানইবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৭:২৬, ১ ফেব্রুয়ারি ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে 'গেস্ট অব অনার' হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও প্রফেসর ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান। 

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবিব। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ওয়েবসাইটরে মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টি ডিজিটাইজেশনের দিকে আরো একধাপ এগিয়ে গেল। ওয়েবসাইট ভিজিট করতে লগইন করুন- www.jkkniu.edu/journal
কে আই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি