ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাবিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:২৭, ২ ফেব্রুয়ারি ২০২১

আগামী ৩১ মার্চের মধ্যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের চ‚ড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা গ্রহণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধ-শত শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাসিম বলেন, আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ৯ মার্চ। চার বছর অতিক্রম হয়েছে অথচ এখনও তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা যেন শেষ করতে পারি প্রশাসনের প্রতি সেই দৃষ্টি আকর্ষণ করছি।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, যেখানে আমাদের অনার্স ৪ বছরে শেষ হওয়ার কথা সেখানে আমরা এখনও ৩য় বর্ষের চুড়ান্ত পরীক্ষা শেষ করতে পারিনি এমনকি অনেক বিভাগে পরীক্ষার সূচিপত্রও দিতে পারেনি। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু করবে বা শেষ করতে যাচ্ছে।

পরে শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য কার্যালয়ে না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের ব্যক্তিগত সচিব মো. সানোয়ার হোসেন। এসময় শিক্ষার্থীরা তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানার দাবি জানালে মুঠোফোনের মাধ্যমে উপাচার্য শিক্ষার্থীদের আশ^স্ত করেন। এছাড়া একই দাবিতে ৪৬ ব্যাচের পক্ষ হতে ৫ শিক্ষার্থী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সাথে সাক্ষাত করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি