ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০ দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১০ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২১ সেমিস্টারের জন্য অ্যাডমিশন ফেয়ার সম্প্রতি শুরু হয়েছে। আশুলিয়ায় ইউনিভার্সিটির চত্বরে ২০ দিনব্যাপী এই অ্যাডমিশন ফেয়ার আয়োজন করেছে অ্যাডমিশন বিভাগ। ফেয়ার চলবে মাসব্যাপী।

কোভিড-১৯ এর ফলে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব অনেক বেশি পড়েছে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারগুলোর ওপর। বিষয়টি বিবেচনায় নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সব বিষয়ে ভর্তি ফি’র ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। এছাড়া, ফেয়ার চলাকালে শিক্ষার্থীদের ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে। 

ইস্টার্ন ইউনিভার্সিটিতে পাঁচটি বিষয় রয়েছে, ইংরেজি, বিবিএ, আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এসব বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে এই অ্যাডমিশন ফেয়ার আয়োজন করা হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি