ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

করোনা ভাতা পাননি বেরোবির নিরাপত্তা কর্মীরা

বেরোবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২১

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শূন্য ক্যাম্পাসে সর্বদা সজাগ থেকে নিরাপত্তা দিলেও কোন বোনাস বা ভাতা পায়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা কর্মীরা। ওই সময় দায়িত্ব পালন করলে ভাতা দেয়ার আশ্বাস দিলেও এখন তা আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, গত বছর মার্চ মাসে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। নিজের সুরক্ষার জন্য অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। কিন্তু দায়িত্বের কারণে ক্যাম্পাসে থেকে যায় নিরাপত্তা কর্মীরা। ওই সময় তাদের হাজিরা বেতনের পাশাপাশি বোনাস দেয়ার কথা থাকলেও এখনো তা দেয়া হয়নি।

এ ব্যাপারে বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আলম একুশে টেলিভিশন অনলাইনকে জানায়, ‘করোনা মহামারীর সময় নিরাপত্তা কর্মীরা নির্ধারিত ডিউটির পাশাপাশি অভার টাইম ডিউটি পালন করে আসছেন। প্রশাসন থেকে বোনাস দেয়ার দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এমনকি ওভার টাইম ডিউটিরও টাকা দেয়া হয়নি।’

বিশ্ববিদ্যালয় আনসার প্লাটুন কমান্ডার মনির উদ্দিন বলেন, ‘আনসার সদস্যরা করোনার মহামারীতে বিশ্ববিদ্যালয়ে ঝুঁকি নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করলেও তারা কোন বোনাস পায়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তারা তেমন সাড়া দিচ্ছেন না।’

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. আর এম হাফিজুর রহমান নিরাপত্তাকর্মীদের বোনাস দেয়া প্রসঙ্গে বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে আমার উপরে আরও তিনজন (উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার) রয়েছেন। তারা পলিসি নির্ধারণ করেন। তারাই বিষয়টি ভাল বলতে পারবেন।’

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ট্রেজারার অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন তিনি মিটিংয়ে আছেন।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি