ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বিবর্ণ রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১৯:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পুরো ক্যাম্পাস ছিলো আজ ফাঁকা, ছিলোনা কোন পদচারণা। প্রতিবছর ঢাকঢোল পিটিয়ে দিবসটি পালন না করা হলেও সিঙ্গেল এসোসিয়েশনের একটি প্রতিবাদী মিছিল তো থাকতোই। করোনা পরিস্থিতি ও পৌরসভার নির্বাচনের কারণে এবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একে বারেই নিঃশ্চুপ। 

আজ সিঙ্গেল বিজ্রে ছিলোনা কোন প্রদচারণা,ক্যাম্পাসে ছিলোনা কোন গানের আসর। বিগত বছরে পহেলা ফাল্গুনে রাবিপ্রবি মেতেছিলো পিঠা উৎসবে। কিন্তু এই বছরের চিত্র পুরাই ভিন্ন। করোনা পরিস্থিতির কারণে সব কেমন ওলট পালট হয়ে গেল। ক্যাম্পাসের কোন স্থানেই নেই প্রাণের সাড়া। ঠাঁই দাড়িয়ে থাকা কিছু ইট পাথরের ঘর যে শিক্ষার্থীদের ভালোবাসা ছাড়া অসম্পূর্ণ তা কেবল সময় বারে বারে স্মরণ করে দিচ্ছে। মাঘের শীতকে পাশ কাটিয়ে আরেক ফাল্গুনে ফুল ফুটলেও দুচোখ ভরে দেখা হয়নি শিক্ষার্থীদের। 

একটা চাপা কষ্ট নিয়ে অতীতের পুরানো দিনের স্মৃতি মনে করে অনেকেই সোস্যাল মিডিয়ায় করেছেন স্মৃতিচারণ। প্রাণের ক্যাম্পাসে প্রাণহীন সব চেয়ার-টেবিলো হয়তো অবসরে পুরাই বিষিয়ে উঠেছে।

কবে আসবে আবার ক্যাম্পাসের সেসব সুদিন? কবে হবে আবার প্রাণের মহা-মিলনমেলা?  লাল পাহাড়ের সেসব দিনের আপেক্ষায় আজ পুরো
রাবিপ্রবিয়ানরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি