ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জবিতে সরস্বতী পূজার ছুটি ঘোষণা 

জবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সরস্বতী পূজা উপলক্ষে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরস্বতী পূজা উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, নৈশপ্রহরী, পাম্প অপারেটর, ইলেকট্রিশিয়ান যথাযথভাবে তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করবে এবং নিরাপত্তার দায়িত্বরত কর্মকর্তা সার্বিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি তদারকি ও নিশ্চিত করবেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি