ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাবিতে ক্যাম্পাস ও হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ১২:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২১

‘একদফা এক দাবি হল-ক্যাম্পাস খুলে দিবি, দাবি মোদের একটাই, হল- ক্যাম্পাস খোলা চাই। ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবুও হল খুলে দাও।’ এমন স্লোগানে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় লাইব্রেরির পিছন (পরিবহন মার্কেট) থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে উপাচার্যের বাসভবনে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘এটা ভাষার মাস, রফিক, বরকত, সালাম জব্বার আমাদের দেখিয়েছেন কিভাবে সফল হতে হয়। ১৯৫২ সালে তারা রক্ত দিয়ে হলেও সফল হয়েছেন আজকের আমাদের এই ক্যাম্পাস ও হল খোলার দাবিও সফল হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ক্যাম্পাস ও হল খোলার কোন সিদ্ধান্ত না আসে তবে আমরা নিজেরাই এর সিদ্ধান্ত নিব।’

আগামী ২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা। আগামীকাল যদি কোন সিদ্ধান্ত না আসে তাহলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি