ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিছানায় ঠাণ্ডা হয়ে ছিলো রুয়েট শিক্ষার্থীর লাশ

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

‘প্রতিদিনের মতোই রাতে ঘুমিয়েছেন স্বাক্ষর সাহা। কিন্তু সকাল হওয়ার পরও তার কোনও সাড়া শব্দ নেই। বেলা ১১টার দিকেও সে ঘুম থেকে না ওঠায় আমরা ডাকাডাকি শুরু করি। পরে রুমে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে জাগানোর চেষ্টা করি। কিন্তু দেখি, তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।’ এভাবেই বর্ণনা দিচ্ছিলো রুয়েট ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা।

আজ একুশের দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী স্বাক্ষর সাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মতিহার থানার কাজলা সংলগ্ন লোটাস ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, 'মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, আমরা ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

জানা গেছে, স্বাক্ষর সাহা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি