ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা কমার্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা কমার্স কলেজ শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা

ঢাকা কমার্স কলেজ শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি প্রত্যুষে ঢাকা কমার্স কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

কলেজের গভর্নিং বডি, প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, টিচার্স কোয়ার্টারস এবং ছাত্রী হোস্টেলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর আলোচনা পর্বে স্বাগত ভাষণ প্রদান করেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামসাদ শাহজাহান। শহীদ মিনারের বেদিতে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা (অ্যাকাডেমিক) প্রফেসর মো. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। সভাপতির ভাষণ দেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি