ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আল্টিমেটাম তুলে নিল রাবি শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৩:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২১

প্রশাসনের আশ্বাসে ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে দেয়া আল্টিমেটাম তুলে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখান থেকে ইতিবাচক সংবাদ আসতে পারে বলে জানা গেছে। 

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘বিশ্বজুড়ে এক প্রাকৃতিক দুর্যোগ চলছে। প্রায় বছর হয়ে গেল শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে বাসায় অবস্থান করছে। এটা যে কত কষ্টকর সেটা আমরাও বুঝি। তাদের সবগুলো দাবিই যৌক্তিক কিন্তু সন্তান বাবা-মায়ের কাছে অনেক কিছুই চান, বাবা-মা কি সব চাহিদা পূরণ করেন?’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন। শিক্ষার্থীদের কোন বিপদের মুখে ফেলবে না সরকার।’ 

আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেয়ার বিষয়ে আলোচনায় শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে এসব কথা বলেন রাবি প্রক্টর। 

দেশের সিনেমা হল,  বাজার ও পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের উপচে পরা ভিড়। তবে কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই করোনা? শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে রাবি প্রক্টর বলেন, ‘সিনেমা হলে থাকা মানুষগুলো আর বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের দাম একরম হলো নাকি। সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে সবার আগে ভ্যাকসিন দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা যায়। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চেষ্টা করছেন এ দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিতে। তাছাড়া ক্যাম্পাস ও হল খুলে দেয়া প্রসঙ্গে দেশের সকল উপাচার্যদের নিয়ে ইউজিসির সঙ্গে মিটিং হবার কথা রয়েছে, আশাকরি ভালো কিছুই হবে।’

এর আগে গতকাল রোববার ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় লাইব্রেরির পিছনে (পরিবহন মার্কেট) থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।। পরবর্তীতে উপাচার্যের বাসভবনে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এরপর ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ও হল খোলার আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি